NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কোয়ার্টার ছাড়ার নির্দেশে কাগজ কল কর্মীদের মধ্যে হাহাকার

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর : একদিকে রাজ্য সরকারের সঙ্গে অফিসার-কর্মচারীদের আলোচনা অসমাপ্ত৷ এরই মধ্যে কাগজ কলের কর্মীদের কোয়ার্টার ছাড়ার নির্দেশ দিলেন লিকুইডেটর কুলদীপ বার্মা৷ তাঁদের আগামী ১৫ দিনের মধ্যে মিলের কোয়ার্টার খালি করে দিতে বলা হয়েছে৷ লিকুইডেটর বার্মা সকলের নামে স্পিড পোস্টে চিঠি পাঠিয়েছেন৷ জানিয়েছেন, ১৫ দিনে ঘর খালি না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Pic Credit: Telegraph

লিকুইডেটরের নির্দেশ পেয়েই দিশেহারা অবস্থা কাছাড় কাগজ কল ও নগাঁও কাগজ কলের কর্মীদের৷ তাদের বক্তব্য, এ তো মরার ওপর খাড়ার ঘা৷ ৫৬ মাস ধরে বেতন নেই কারও৷ চরম অসহায় অবস্থায় দিন কাটছে তাদের৷ ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারছেন না৷ অসুস্থ হলেও কেউ ডাক্তার দেখাতে পারছেন না, ওষুধ কিনতে পারছেন না৷ তবু ভরসা ছিল, থাকার একটা জায়গা রয়েছে৷ এখন কোথায় যাবেন, ভেবে পাচ্ছেন না৷ তাই সবাই একসুরে জানিয়ে দেন, ৫৬ মাসের বকেয়া বেতনের টাকা মিটিয়ে দিলেই তাঁরা আবাসন ছেড়ে যাবেন৷ নইলে পুলিশের গুলি খেয়ে মরতে প্রস্তুত তাঁরা৷

অসম প্রদেশ কংগ্রেস এ ব্যাপারে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপ-সমিতি গঠন করেছে৷ এর চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী তথা সাংসদ প্রদ্যোত বরদলৈকে৷ ভাইস চেয়ারম্যান দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও জাকির হোসেন শিকদার৷ কনভেনার অরুণ তিওয়ারি৷ সদস্যরা হলেন অজিত সিংহ, তমালকান্তি বণিক, শশীকান্ত দাস ও রমেশ বরদলৈ৷

এ দিকে রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র পীযূষ হাজরিকা বলেছেন, লিকুইডেটরের বিষয়টি আইনি প্রক্রিয়া। কিন্তু কাগজকলের কর্মীদের প্রতি সরকার দায়বদ্ধ। কাগজকলের অফিসার-কর্মচারীদের সঙ্গে গত ১০০ দিনে চার বার বৈঠক করেছে। তারা জানিয়েছিল, তাদের বকেয়া মেটাতে ৫৩০ কোটি টাকা লাগবে। অন্যান্য পাওনা মিলিয়ে ৬০০ কোটি টাকা হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সেই টাকা সরকার এক সপ্তাহের মধ্যে দিতে তৈরি। সংগঠনগুলি সেই শর্তে রাজি। এর মধ্যে একাংশ ব্যক্তি এ নিয়ে  আপত্তি করছেন। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, কোয়ার্টার খালি করে দিতে হবে। তার পরেই এক সপ্তাহের মধ্যে প্রাপ্য টাকা সরকার মিটিয়ে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker