Barak UpdatesHappeningsBreaking News
কোভিড স্বাস্থ্যকর্মী তৈরি করছে সরকার, হাইলাকান্দিতেও প্রশিক্ষণ
ওয়েটুবরাক, ১৮ জুন : দক্ষ কোভিড ফ্রন্টলাইন কর্মীদের ঘাটতি মেটাতে সমগ্র দেশের সঙ্গে শুক্রবার থেকে হাইলাকান্দি জেলাতেও শুরু হল হোম সহায়ক স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভার্চুয়ালি হাইলাকান্দি জেলাতেও আনুষ্ঠানিক ভাবে শুরু হয় একুশ দিন ব্যাপী কোভিড হোম স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ । এ উপলক্ষে এদিন হাইলাকান্দি ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের
উদ্যোগে হাইলাকান্দি জেলা সদরের মেধাবী ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসক রোহন কুমার ঝা, ম্যাজিস্ট্রেট সারি লাংথু, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, আরবান লাইভলিহুড মিশনের ডিপিএম পিনাক চৌধুরী, সিটি প্রজেক্ট ম্যানেজার মেহবুবুর রহমান, পারভেজ লস্কর সহ বিভিন্ন বিভাগের আধিকারিক-কর্মীরা উপস্থিত ছিলেন । উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম পর্যায়ের প্রশিক্ষণের জন্য নির্বাচিত চল্লিশজন প্রশিক্ষণার্থী অংশ নেন। কোভিড মোকাবিলায় হাইলাকান্দি জেলায় প্রাথমিক ভাবে আশি জনকে প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে । প্রথম পর্যায়ে চল্লিশ জনকে একুশ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে ।তাদেরকে স্কিল ট্রেনিং অন হোম হেলথ এইড বিষয়ে প্রশিক্ষণ দিয়ে পরবর্তীতে স্বাস্থ্য পরিষেবার কাজে লাগানো হবে । উল্লেখ্য, বর্তমানে দেশজুড়ে প্রয়োজনের তুলনায় দক্ষ কোভিড যোদ্ধার অভাব থাকায় বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার । নবনিযুক্ত ওই ফ্রন্টলাইন কর্মীরা হোম এইড সার্ভিসগুলোতে সহায়তা করবে এবং রোগীদের সোয়াব সংগ্রহ সংগ্রহের তথ্য, এন্ট্রি এবং রেকর্ড বজায় রাখবে৷ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট)-এর বিষয়েও সহায়তা করবেন ।