NE UpdatesHappeningsBreaking News
কোভিড সারলেও বাঁচানো গেল না ত্রিপুরার সাংবাদিক তন্ময় চক্রবর্তীকে
ওয়েটুবরাক, ২৫ এপ্রিলঃ করোনা থেকে সেরে উঠেছিলেন ত্রিপুরার সাংবাদিক তন্ময় চক্রবর্তী। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। কিন্তু এর পরেই ধরা পড়ে, করোনা চলে গেলেও বিপজ্জনক ছাপ রেখে গিয়েছে তাঁর ফুসফুসে। কিছুদিন আগেই তাকে ভর্তি করা হয়েছিল আগরতলার এক বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। শেষে কোমায় চলে যায়। আজ রবিবার সকালেই জ্ঞান ফিরে এসেছিল। ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন, জ্ঞান যখন ফিরেছে, দ্রুত অস্ত্রোপচার সেরে নেওয়া হবে। নইলে আবার কোমায় চলে গেলে জ্ঞান ফেরানোই মুশকিল হবে।
কিন্তু অস্ত্রোপচারের সমস্ত ব্যবস্থা যখন তৈরি, ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হন বিয়াল্লিশ বছরের তন্ময়। ডাক্তারদের কোনও ধরনের চেষ্টার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব গভীর শোক প্রকাশ করেন। বেসরকারি হাসপাতালের সমস্ত বিল মেটানোর কথা ঘোষণা করেন তিনি। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্পাদক প্রণব সরকার তন্ময় চক্রবর্তীর পরিজনদের প্রতি সমবেদনা জানান।