Barak UpdatesHappeningsBreaking News
কোভিড যোদ্ধা হিসাবে গুয়াহাটিতে সংবর্ধিত হবেন অংশুমান, ভাষাশহিদ স্টেশন ও নেতাজি ছাত্রযুব সংস্থা
২২ আগস্টঃ লকডাউন পর্বে দুস্থদের সাহায্য সহযোগিতা এবং পরবর্তী সময়ে কোভিডে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কাছাড় জেলার দুইটি সংস্থাকে কোভিড যোদ্ধা হিসেবে সংবর্ধনার জন্য মনোনীত করেছে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টস ইন্ডিয়া। সংস্থাদুটি হল ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি, শিলচর এবং নেতাজি ছাত্রযুব সংস্থা। আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এই সংবর্ধনা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একই অনুষ্ঠানে সংবর্ধিত হবেন শিলচরের গতি দৈনিকের সাংবাদিক অংশুমান আচার্যও। তাঁকে মনোনীত করা হয়েছে কোভিড পর্বে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও সংবাদ সংগ্রহের লক্ষ্যে অক্লান্ত ছুটোছুটির জন্য।
প্রথ্যাত সা্ংবাদিক ড. অলোক মেহতার নেতৃত্বাধীন কমিটি দেশজুড়ে উল্লেখযোগ্য কোভিড যোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে। ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টস ইন্ডিয়া তাঁদের সংবর্ধনা জানাচ্ছে। আসামে তাদের সহযোগী হল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ আসাম। ব্যক্তি ও সংস্থা মিলিয়ে আসামে মোট ৩০ জনকে মনোনীত করেছে ড. অলোক মেহতা কমিটি।