India & World UpdatesHappeningsBreaking News
কোভিড নিয়ন্ত্রণে শুধু নির্দেশিকা জারি নয়, বাস্তবায়ন করতে বলল শীর্ষ আদালত
28 নভেম্বরঃ বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণের ঘটনা ফের বেড়ে চলায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, শুধু নতুন নতুন নির্দেশিকা ঘোষণা করলেই হবে না। সেই সব নির্দেশিকা পুরোপুরি মেনে চলা হচ্ছে কি না সে দিকে কড়া নজর রাখতে হবে। সে জন্য প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রতিটি রাজ্য নির্দেশিকাগুলি আক্ষরিক অর্থেই মেনে চলছে কি না সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আরও সতর্ক হতে হবে।
সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলেছে, ‘‘প্রতিমা নিয়ে মিছিল হচ্ছে। জমায়েত হচ্ছে। দেশের ৮০ শতাংশ মানুষ এখনও মাস্ক পরছেন না। বাকিরা মাস্ক পরলেও সেটা বেশির ভাগ সময়েই মুখের নীচে নামিয়ে রাখছেন। তার ফলে পরিস্থিতি উত্তরোত্তর বেহাল হয়ে পড়ছে। আইন যাতে সঠিক ভাবে বলবৎ হয় তার জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে কড়া নজর রাখতে হবে।’’ এ ব্যাপারে কেন্দ্র কী ব্যবস্থা নিল, আগামী মঙ্গলবার তার রিপোর্ট দিতে বলেছে শীর্ষ আদালত।