Barak UpdatesHappeningsBreaking News

কোভিড টেস্টের জন্য শিলচর বিমানবন্দরে যাত্রীরা দুর্ভোগে

কালেকশন সেন্টার বাড়ানোর দাবি

১ অক্টোবর: কোভিড টেস্টের জন্য শিলচর বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ বিমান থেকে নেমে তিন ঘণ্টার আগে টার্মিনাল থেকে বেরনো যায় না৷ দীর্ঘ সময় লাইনে অপেক্ষা আর অপেক্ষা৷ পারস্পরিক দূরত্বের কোনও বালাই নেই৷
শিলচর বিমানবন্দরে সপ্তাহে পাঁচদিন তিনটি করে বিমান নামে৷ সোম ও বুধবার পাঁচটি৷ প্রতি বিমানে একশোর অধিক যাত্রী থাকে৷ নৈশ চলাচল নেই বলে একেক বিমানের অবতরণে সময়ের ব্যবধান খুব কম৷

Rananuj

অধিকাংশ ক্ষেত্রে এক বিমানের যাত্রী নমুনা পরীক্ষার লাইনে থাকতেই পরের বিমান চলে আসে৷ অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান জানান, কোভিড টেস্টৈর নমুনা সংগ্রহের জন্য বিমানবন্দরে দুটি কাউন্টার রয়েছে৷ যাত্রীদের অভিযোগ, অধিকাংশ সময় একটি কাউন্টারেই নমুনা সংগ্রহ করা হয়৷ তাদের দাবি, কাউন্টার বাড়ালে সমস্যা মিটে যায়৷

শিলচর এয়ারপোর্ট অথরিটির বক্তব্য, স্বাস্থ্যবিভাগ তাদের একটি ল্যাব ও দুটি কালেকশন সেন্টার করে দিতে বলেছিল৷ তা-ই করে দেওয়া হয়েছে৷ চারটা সেন্টার করে দিতে বললে চারটাই করা যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker