Barak UpdatesHappeningsBreaking News

কোভিড টিকা : জারইলতলায় প্রতিবন্ধী ও অশীতিপরদের তালিকা করছে সক্ষম

ওয়েটুবরাক, ৩০ মে : সক্ষমের পক্ষ থেকে তাদের ‘সক্ষম কোভিড অ্যাকশন নেটওয়ার্ক’-এর অধীনে  জারইলতলা বাজার প্রাথমিক স্কুলের একটি কক্ষে নতুন সেন্টার খোলা হয়েছে৷ সেখানে এখন দিব্যাংগ এবং আশির বেশি বয়সীদের  জন্য মোবাইল ভেকসিনেশনের তালিকা তৈরি হবে। পরে জেলা প্রশাসনকে এই তালিকা সমঝে দেওয়া হবে৷ এরাই মোবাইল মেডিক্যাল ইউনিট পাঠিয়ে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করবে।

Rananuj

সক্ষমের মুখ্য সংগঠক মিঠুন রায় জানিয়েছেন,  আগামীতে কোভিড জনিত মেডিকেল সেবাও প্রদান করা হবে এই সেন্টারের মাধ্যমে ৷ বিপদের সময়ে প্রত্যন্ত অঞ্চলে অক্সিজেনের সেবা, অক্সিমিটার ও বিপি চেকের সুবিধাও পৌছে দেবেন তাঁরা। হোম আইসোলেসনে থাকা রোগীরা টেলিমেডিসিনের জন্য সংস্থার সাহায্য নিতে পারবেন।

বরাকের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সার্ভে করে এরকম ২৫টি স্থানে সক্ষম সেন্টার স্থাপন করবে । এই সম্পূর্ণ প্রজেক্ট রূপায়ণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে  আসাম বিশ্ববিদ্যালয়ের সোসিয়াল ওয়ার্ক বিভাগ এবং নিঃস্বার্থ সেবা বরাক সংস্থা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker