Barak UpdatesHappeningsBreaking News

কোভিড ওয়ার্ড থেকেই স্বাস্থ্যসচিবকে লিখলেন সুস্মিতা, হৃদরোগ বিশেষজ্ঞ চাই শিলচরে

১২ জুলাইঃ হৃদরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ চেয়ে স্বাস্থ্য বিভাগের প্রধান সচিবকে চিঠি লিখলেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই লিখেছেন, পদ্মশ্রীজয়ী ডা. রবি কান্নানের সাহায্যে গত মার্চে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়। কিছু বিশেষ শর্তে চেন্নাই থেকে এসে ডা. রাকেশ পি গোপাল শিলচর মেডিক্যাল কলেজে রোগী দেখতে সম্মত হয়েছেন। স্বাস্থ্য বিভাগে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু আজও তাতে অনুমোদন মেলেনি।

Rananuj
Sayantan Chaktaborty who had a tragic death

হৃদরোগ বিশেষজ্ঞের অভাবে এই অঞ্চলে সঙ্কট কত তীব্র, তা বোঝাতে তিনি প্রতিভাবান তরুণ সায়ন্তন চক্রবর্তীর মৃত্যুর উল্লেখ করেন। জানান, একমাত্র এনজিওপ্লাস্টি না হওয়ায় গত বছর বিজয়া দশমীর দিনে তাঁকে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়।

এ নিয়ে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেব চারদিন আগেও বিভাগীয় প্রধান সচিব সমীর সিনহার সঙ্গে টেলিফোনে কথা বলেন। রবিবার সে প্রসঙ্গ টেনেই দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তিনি তাঁর চিঠির প্রতিলিপি পাঠান মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলাশাসককেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker