Barak UpdatesHappeningsBreaking News
কোভিড আক্রান্তদের নিয়মিত অক্সিজেন মাপতে পরামর্শ
ওয়েটুবরাক, ২১শে মে: লক্ষণ না থাকা কোভিড রোগীদেরও অক্সিজেনের মাত্রা নিয়মিত পরিমাপ করতে হবে৷ কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি বলেন, অক্সিমিটারের মাধ্যমেই অক্সিজেনের মাত্রা মাপা যায়। এ কোনও কঠিন প্রক্রিয়া নয়৷ তাই লক্ষণ না থাকা রোগীদের আত্মসন্তুষ্টিতে না ভুগে অক্সিমিটারের মাধ্যমে নিজের অক্সিজেন গ্রহণের মাত্রা দেখে নেওয়ার আবেদন জানান।
জল্লি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছেন, কোভিডের চলতি দ্বিতীয় ঢেউয়ে অল্প পরিমাণে জ্বর দেখা দেয়, যা এক ডোজ প্যারাসিটামল গ্রহণ করলে সেরে যায়। কিন্তু ফুসফুসে সংক্রমণের বীজ থেকে যায়। তাই লক্ষণ না থাকা রোগীদের কোনও অবস্থায় আত্মতুষ্টিতে না ভুগে টেস্ট করার আবেদন জানান ডিসি।
তিনি এও বলেন, জেলার হাসপাতালগুলিতে টেলিমেডিসিনের সুবিধা রয়েছে। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে ফোনে পরামর্শ গ্রহণ করা যাবে। পাশাপাশি চিকিৎসায় জটিলতা এড়াতে তিনি রোগীদের হাসপাতালে যাবার পরামর্শ দেন। তাঁর কথায়, যদি রোগ নির্ণয় তাড়াতাড়ি হয়ে যায় তবে আইসোলেশন এবং সুপারভিশনের মাধ্যমে দ্রুত সুস্থ হওয়া যায়৷