India & World UpdatesHappeningsBreaking News
কোভিডে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব
ওয়েটুবরাক, ২৮ এপ্রিল: কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও এক বর্ষীয়ান সাহিত্যিক৷ প্রয়াত হলেন অনীশ দেব। বয়স হয়েছিল ৭০ বছর। বাংলা সাহিত্যের জনপ্রিয় কল্পবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন তিনি।
কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশবাবু৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে লেকচারার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। পাশাপাশি চলে গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞান বিষয়ক সাহিত্য, ভূতের গল্প লেখা।
সাহিত্যিক অনীশ দেবের এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্যজগৎ। প্রয়াত লেখকের পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। ধীরে ধীরে তাঁর শারীরিক অবনতি শুরু হয়। ডাক্তারদের অক্লান্ত চেষ্টা সত্ত্বেও বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর।
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ, উপন্যাসের মধ্যে রয়েছে, ‘ ভয়পাতাল’, ‘অনীশের সেরা ১০১’, বিশ্বের সেরা ভয়ঙ্কর ভূতের গল্প৷