NE UpdatesHappeningsBreaking News
কেমন হবেন প্রার্থী, রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দিলেন মিজোরামের গির্জানেতারা
ওয়েটুবরাক, ২৭ ফেব্রুয়ারিঃ মিজোরামে এ বছরেরই শেষদিকে বিধানসভার নির্বাচন। রাজ্যের প্রধান গির্জাসমূহের কমিটি ইলেকশন ম্যাসেজ ইস্যু করে রাজনৈতিক দলগুলিকে প্রার্থী বাছাইয়ের ব্যাপারে কিছু নির্দেশনা জারি করেছে। একই ভাবে ভোটদানের সময়ে ভোটারদেরও সেগুলি খেয়াল রাখতে বলা হয়েছে। তাদের ইলেকশন ম্যাসেজে বলা হয়েছে, প্রার্থী হবে ঈশ্বরে ভক্তিসম্পন্ন এবং স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। মাদকাসক্তি মুক্ত, ঘুষ আদায় বা দুর্নীতিতে জড়াবে না এমন ব্যক্তিদেরই টিকিটে গুরুত্ব দিতে বলা হয়েছে। তাহলেই সুশাসন আশা করা যায় বলে মন্তব্য করেন গির্জানেতারা। তাদের কথায়, নিজের এলাকার গির্জায় যান কিনা বা নিজস্ব ধর্মমত অনুসারে উপাসনায় সামিল হন কিনা, তাও বিচার করে দেখতে হবে। ভোটে জিততে জঙ্গিদের দ্বারা ভয়ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ একেবারেই অনুচিত। আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনও মন্তব্য না করতে এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা যাতে কেউ না করেন, সে ব্যাপারেও তাঁরা আগাম বলে রাখেন। তাঁদের পরামর্শ, প্রার্থীদের এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, যা তাঁর পক্ষে পূরণ করা সম্ভব নয়। ভোটের সময় টাকাপয়সা বা কোনও সামগ্রী না নিতে ভোটারদের প্রতিও তাঁরা অনুরোধ জানিয়েছেন। স্বঘোষিত ধর্মগুরুদের সম্পর্কেও সতর্ক করে দেন মিজোরামের গির্জা নেতারা।