Barak UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় কর্মচারীদের নতুন স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ডে অসমিয়া থাকলেও নেই বাংলা
ক্ষুব্ধ মানুষ, জনপ্রতিনিধিদের সতর্ক করে দিল বরাক বঙ্গ
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর : ভাষাশহিদের শহর শিলচরে সরকারি পর্যায়ে ফের ভাষা আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে বুধবার শিলচরে যে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয় সেখানে সাইনবোর্ডে বাংলা পুরোপুরি ব্রাত্য। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কেন এমনটা হল সে নিয়ে বরাকবঙ্গের তরফে প্রশ্ন তোলা হয়েছে।
বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেন, গুয়াহাটি ও ডিব্রুগড়ের পর শিলচরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন অত্যন্ত আনন্দের খবর। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুর মান্ডবিয়ার হাত ধরে এবং স্থানীয় সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্বাস্থ্য কেন্দ্রের সাইনবোর্ডে বাংলাকে পুরোপুরি ব্রাত্য রাখার ঘটনা অপ্রত্যাশিত ও বেদনাদায়ক। এটা বাংলা ভাষা নিয়ে জনগণের ভাবাবেগকে আঘাত করেছে।
অসম সরকারি ভাষা আইনে ৫ নং ধারা এবং ১৯৬৪ সালের ২৪ জুলাই এ সম্পর্কিত সরকারি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে বিবৃতিতে সাধারণ সম্পাদক দত্ত বলেছেন, ওখানে পরিষ্কারভাবে বলা হয়েছে , বরাক উপত্যকার আঞ্চলিক সরকারি ভাষা বাংলা এবং প্রশাসনের সব স্তরেই এই ভাষা ব্যবহার করতে হবে । কিন্তু বারবারই সরকারি পরিসরে আইনের এই সংস্থানকে লঙ্ঘন করা হচ্ছে । বুধবার ফের একই ঘটনা ঘটল। যে শহরে ভাষার মর্যাদা রক্ষায় ১১ জন আত্মাহুতি দিয়েছেন সেখানে এমনটা হওয়া মোটেই উচিত হচ্ছে না । সাধারণ মানুষ এসব ঘটনাকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না, এ কথা উল্লেখ করে বরাকবঙ্গের সাধারণ সম্পাদক দত্ত বাংলার মর্যাদা রক্ষায় শিলচরের সাংসদ ও বিধায়ককে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন , মানুষের প্রত্যাশাকে যেন তাঁরা আন্তরিকতার সঙ্গে মর্যাদা দেন ।