NE UpdatesAnalyticsBreaking News
কৃতী পড়ুয়াদের স্কুটি ও কম্পিউটার কেনার অর্থ দেওয়ার দিন ঘোষণা রাজ্য সরকারের
গুয়াহাটি, ১ নভেম্বর : শিক্ষার্থীদের জন্য আনন্দরাম বরুয়া ও বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদানের দিন ঘোষণা করল রাজ্য সরকার। সেই অনুযায়ী আগামী ২৯ নভেম্বর আনন্দরাম বরুয়া পুরস্কার রাজ্যের ২৭১৮৩ জন শিক্ষার্থীকে প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে বুধবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর নতুন কার্যালয়ে লোক সেবা ভবনে রাজ্য সরকারের সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। তিনি জানিয়েছেন, ২৯ নভেম্বর আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ বা ততোধিক নম্বর লাভ করা পড়ুয়াদের কম্পিউটার ক্রয় করার জন্য ১৫০০০ টাকা করে দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষার্থীদের এই অর্থ দেওয়া হবে।
মন্ত্রী আরো জানান, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদান করা হবে। উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রী এবং ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রকে এই পুরস্কারের মাধ্যমে স্কুটি প্রদান করা হবে। এবার ৩৫ হাজার ৭৭৬ জন পড়ুয়া স্কুটি পাবে। উল্লেখ্য এ বছরই প্রথমবারের জন্য ছাত্রদের স্কুটি প্রদান করা হচ্ছে।