Barak UpdatesHappeningsBreaking News
কুশিয়ারা সাঁতরে ওপারে যুবক, ধরা পড়ল বাংলাদেশ বাহিনীর হাতে
ওয়ে টু বরাক, ১২ আগস্ট ঃ কিছুদিন আগে মোটরবাইক নিয়ে সীমান্ত অতিক্রম করে এ দেশে এসেছিল এক বাংলাদেশি যুবক। আজ পর্যন্ত এই যুবকের টিকির নাগালও পাওয়া যায়নি। এ বার বিএসএফ-এর চোখের সামনে নদী পার হয়ে সাঁতরে ওপারে চলে গেল আরেক যুবক। জওয়ানরা দেখার পর নৌকা নিয়ে নদীতে নেমেও যুবককে ধরতে পারেনি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী ওই যুবককে গ্রেফতার করেছে।
এ দিন এই যুবক কুশিয়ারা নদী সাঁতরে পার হওয়ার সময় অনেকেই দেখেছেন গোটা বিষয়টি। যাবার সময় যুবক কুশিয়ারার তীরে একটি ব্যাগ ফেলে গিয়েছে। তবে এই ব্যাগ থেকে তার কোনও পরিচয় পাওয়া যায়নি। সীমান্তরক্ষী বাহিনী এই ব্যাগটি বাজেয়াপ্ত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশপাশে থাকা লোকজন কোনওকিছু বুঝে ওঠার আগেই যুবকটি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে এগোতে থাকে। তখন বিএসএফ তার পিছু ধাওয়া করে। কিন্তু নৌকা নিয়ে জওয়ানরা সামনে গেলেই সে ডুব সাঁতার দিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, বাংলাদেশে সেখানকার সীমান্তরক্ষী বাহিনীর হাতে এই যুবকটি ধরা পড়ার পর এ নিয়ে দু’দেশের বাহিনীর মধ্যে আলোচনা চলছে। উল্লেখ্য, করিমগঞ্জে আসাম বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রায় ২ মাস আগে একটি মোটরবাইক নিয়ে এ দেশে প্রবেশ করেছিল এক অনুপ্রবেশকারী। কিন্তু পরে লোকজনের চোখে পড়তেই বাইক ছেড়ে ওই যুবক পালিয়ে যায়। আজ পর্যন্ত ওই যুবকের কোনও হদিশ পাওয়া যায়নি।