Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
কুশিয়ারার পারে দাঁড়িয়ে প্রতিমা নিরঞ্জন দেখলেন দুই দেশের মানুষ
ওয়েটুবরাক, 25 অক্টোবরঃ কুশিয়ারার দুই তীরে দুই দেশের প্রতিমা নিরঞ্জন হল। প্রতি বছরের দশমীর দিনের এই দৃশ্য উপভোগ করতে এ বারও এ পারে করিমগঞ্জে এবং ও পারে জকিগঞ্জে নদীতীরে দর্শনার্থীরা ভিড় করেন।
মঙ্গলবার দিনের বেলাতেই শোভাযাত্রাসহ জকিগঞ্জ নিরঞ্জন ঘাটে প্রতিমা নিয়ে আসা হয়। বিসর্জন চলে সন্ধ্যা পর্যন্ত। করিমগঞ্জে অবশ্য রাত তিনটাতেও প্রতিমা আসে। জলসীমানা বরাবর সারাক্ষণ স্পিডবোটে টহল দিয়েছেন বিএসএফ-বিজিবি জওয়ানরা। নদীতীরে মোতায়েন ছিল অতিরিক্ত বাহিনী। উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুলকুমার যাদব, পুলিশ সুপার পার্থপ্রতীম দাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পুরপতি রবীন্দ্র দেব প্রমুখ।
প্রতিমা বিসর্জন উপলক্ষে জকিগঞ্জ কাস্টমঘাটে তৈরি করা হয় নিরঞ্জন মঞ্চ। তাতে সভাপতিত্ব করেন পূজা পরিষদ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামি লিগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন আহমদ প্রমুখ। তাঁরা ভারতীয়দের উদ্দেশে শুভেচ্ছা জানান। মাইকে তাদের বার্তা স্পষ্ট শুনতে পান করিমগঞ্জ কালীবাড়ি ঘাটে অপেক্ষমান মানুষ।