Barak UpdatesHappeningsBreaking News
কুম্ভীরগ্রাম এয়ারফোর্স পার্কে নেহরু যুব কেন্দ্রের বৃক্ষ রোপণ
ওয়ে টু বরাক, ১৭ আগস্ট : ১৫ আগস্ট দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে আজাদি কি অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ‘মেরি মিট্টি মেরি দেশ, মিট্টি কো নমন বীরো কা বন্দন’ কর্মসূচির অন্তর্গত মেগা প্ল্যান্টেশন শিলচর কুম্ভীরগ্রাম এয়ারফোর্স পার্কে অনুষ্ঠিত হয়। নেহরু যুব কেন্দ্র সংগঠন, কাছাড়ের ডেপুটি ডিরেক্টর মেহেবুব আলম লস্করের নেতৃত্বে কাছাড় জেলার বিভিন্ন যুব স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন।
অনুষ্ঠানে শিল্পাঙ্গন মালুগ্রামের সন্দীপন দত্ত পুরকায়স্থ, সক্ষম দক্ষিণ আসামের মিঠুন রায়, নেতাজি ছাত্র যুব সংস্থার দিলু দাস, রাইজিং ইয়ুথ সোসাইটির পিনাক রায়, আনিসা ফাউন্ডেশনের একবার হোসেন লস্কর সহ মোট ২৫ জন স্বেচ্ছাসেবী এবং শিলচর কুম্ভীরগ্রাম এয়ারফোর্সের পক্ষে এমডব্লুও এস আর কাশ্বন, এমও এ শর্মা, জেডব্লুও ভাস্কর, এসজিটি অখিলেশ এবং কাছাড় নেহরু যুব কেন্দ্রের এপিএ রহিম উদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।