India & World UpdatesHappeningsBreaking News
কুম্ভমেলার নিরাপত্তায় মোতায়েন এনএসজি কমান্ডো
ওয়েটুবরাক, ১ জানুয়ারি: কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় যোগী সরকার। সেকারণেই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ভারততীর্থের কুম্ভমেলা। নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে এনএসজি কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন।