Barak UpdatesHappeningsBreaking News

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির ব্যবসায়ীর

ওয়েটুবরাক, ২৯ জানুয়ারি: মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় বরাক উপত্যকায় তীব্র উৎকণ্ঠা দেখা দেয়। এই অঞ্চল থেকে যারা অমৃতস্নানে গিয়েছেন, তাদের অধিকাংশকে পরিবারের সদস্যরা মোবাইলে পাচ্ছিলেন না। স্থানীয় প্রশাসনের কাছেও আহত-নিহতদের কোনও তালিকা পৌঁছয়নি। এর মধ্যে হাইলাকান্দি জেলার ব্যবসায়ী নিতিরঞ্জন পালের মৃত্যুর খবর এসে পৌঁছালে উদ্বেগের মাত্রা প্রচণ্ড বেড়ে যায়। শেষে অবশ্য প্রায় সকলের সঙ্গেই পরিবারের সদস্যদের যোগাযোগ হয়।
হাইলাকান্দিতে নিতিরঞ্জনের পরিবারের দুটি মিষ্টির দোকান রয়েছে। গত ২৩ জানুয়ারি স্বামী-স্ত্রীতে বেরিয়ে পড়েন প্রয়াগরাজের উদ্দেশে। সঙ্গে তাঁর দুই ভাই তাপস-তরুণ। চারজন মিলেই মঙ্গলবার যাচ্ছিলেন নদীঘাটের দিকে। নিতিরঞ্জনের স্ত্রী গায়ত্রী পাল জানান, আচমকা ঠেলাধাক্কা শুরু হলে বহু চেষ্টা করেও নিজেদের সামলাতে পারছিলেন না। চারজনের কে কোন দিকে কতটা দূরে চলে যান, বলা মুশকিল। স্বামী-দেবর কাউকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যান তিনি। তখনই দেখেন, অনেকে নীচে পড়ে কাতরাচ্ছেন। তাদের ওপর দিয়েই চলছে জনস্রোত। পেছন দিকে কাউকে খুঁজতে যাওয়া দুরূহ ব্যাপার। কিন্তু সেই অসাধ্য কাজটাই করলেন তিনি।
তাঁর কথায়, কিছুটা গিয়েই পদপিষ্ট হয়ে জখমদের মধ্যে তিনি নিতিরঞ্জনকে শনাক্ত করেন। কিন্তু তাঁর ন্যূনতম সেবার কোনও সুযোগ ছিল না। কোথাও কোনও পুলিশের দেখা নেই। তাঁকে কী করে হাসপাতালে নিয়ে যাবেন বুঝে উঠতে পারছিলেন না। ততক্ষণে তরুণ-তাপসও সেখানে পৌঁছান। পরে অবশ্য সরকারি তরফেই অ্যাম্বুলেন্স এসে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাণ হারান ৬৩ বছরের নিতিরঞ্জন।
হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দোলে জানান, তাঁর মৃতদেহ বৃহস্পতিবার বিমানে শিলচরে নিয়ে আসা হবে। সেখান থেকে সড়কপথে হার্বার্টগঞ্জে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker