India & World Updates

কুম্ভমেলাকে প্রতীকী হিসেবে পালনের আর্জি প্রধানমন্ত্রী মোদির

১৭ এপ্রিল : ভাইরাসের সংক্রমণের মধ্যেই চলছে কুম্ভ মেলা। এই পরিস্থিতিতে কুম্ভমেলাকে প্রতীকী রাখার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালে তিনি টুইট করে বলেন, মহামণ্ডলের আচার্য স্বামী অবধেশানন্দ গিরিজির সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন। সমস্ত সাধুদের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন। শাহী স্নানের সময় প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সব সাধুদের ধন্যবাদও জানিয়েছেন।

তারপরই অপর একটি টুইট করে প্রধানমন্ত্রী বলেন, প্রথা অনুযায়ী দুটি রাজকীয় শাহী স্নান হয়ে গেছে। আর সেই কারণেই করোনা ভাইরাসের সংকটের কারণেই কুম্ভমেলাকে প্রতীকী রাখার জন্য তিনি সবার কাছে আবেদন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এই সিদ্ধান্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে আরও শক্তিশালী করবে। এদিকে, প্রধানমন্ত্রী মোদির আবেদনে সাড়া দিয়ে স্বামী অবধেশানন্দ গিরিজি একসঙ্গে বহু মানুষকে কুম্ভমেলায় জড়ো না হওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণেই চলতি বছর কুম্ভমেলায় স্নান এড়িয়ে যাওরা পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন জুনা আখড়ার স্বামীজি।

গত পাঁচ দিনে কুম্ভমেলায় ২ হাজারেও বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। যার মধ্যে রয়েছেন ৮০ জন সাধু। একটি আখড়ার মহামণ্ডলেশ্বর কপিলদেব দাসও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কুম্ভমেলার পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যখন যাচ্ছে তখনই প্রধানমন্ত্রী মেলাকে প্রতীকী রাখার আবেদন জানিয়েছেন। চলতি মাসেই কুম্ভমেলায় দুটি রাজকীয় স্নান ছিল। পয়লা বৈশাখে ৯ লক্ষেরও বেশি মানুষ স্নান করেছিলেন গঙ্গায়। জমায়েত হন প্রায় ২৩ লক্ষ মানুষ। স্থানীয়দের অভিযোগ মেলায় করোনা ভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ পালন করা হয়নি। মাস্কের ব্যবহার চোখে পড়েনি। আর নিরাপদ শারীরিক দূরত্ব কুম্ভমেলায় ছিল বাতুলতা মাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker