Barak UpdatesHappeningsBreaking News
কিরীটিভূষণ পুরকায়স্থের জীবনাবসান
ওয়েটুবরাক, ৫ জানুয়ারি : বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা এই অঞ্চলের প্রবীণ সমাজসচেতন ব্যক্তিত্ব কিরীটিভূষণ পুরকায়স্থের জীবনাবসান ঘটেছে। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে বাথরুমে পড়ে গেলে পুরো শয্যাশায়ী হয়ে পড়েন। এর মধ্যে জ্বর-কাশি।নিউমোনিয়া্য় আক্রান্ত হয়ে শুক্রবার অক্সিজেনের মাত্রা কমে 49-এ চলে আসে। দ্রুত নিয়ে যাওয়া হয় গ্রিন হিলস হাসপাতালে। সেখানেই বেলা 2টা 10 মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল 90 বছর। রেখে গিয়েছেন 2 ছেলে, 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণমুগ্ধদের। কিরীটিভূষণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের অনুজ। তিনি বিমানবাহিনীতে তাঁর প্রথম পেশাজীবন কাটান। অবসর নিয়ে যোগ দেন শিক্ষকতায়। শ্যামাচরণ দেব বিদ্যাপীঠে চাকরি করার সময়েই বিশ্ব হিন্দু পরিষদের কাজকর্মে জড়ান। পরে বিজেপির সক্রিয় সদস্য হয়ে একবার অবিভক্ত শিলচর শহর মণ্ডলের সভাপতি এবং পরে কাছাড় জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। নেতৃত্ব দিয়েছেন জেলা এক্স-সার্ভিসমেন অ্যাসোসিয়েশনেও।
প্রয়াতের পরিবারের পক্ষে কণাদ পুরকায়স্থ জানান, হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে শাস্ত্র মেনে যাবতীয় ক্রিয়াকর্ম সারা হবে। পরে তাঁকে নিয়ে যাওয়া হবে ইটখলায় বিজেপির জেলা কার্যালয়ে। সেখান থেকে শ্মশানে নিয়ে রাতেই তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে।
স্পষ্টবক্তা হিসেবে পরিচিত কিরীটিভূষণ পুরকায়স্থ বিজেপি আমলেও সরকারের সমালোচনা করতে ছাড়তেন না। নানা নাগরিক সমস্যায় যেমন বিরোধী আমলে সোচ্চার হয়েছেন, তেমনি নিজের দল ক্ষমতায় আসার পরও বেশ কয়েকবার নানা ইস্যুতে মুখ খুলেছেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনতার মধ্যেও শোক পরিলক্ষিত হয়।
(ছবিঃ 2022 সালের 21 জানুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিরীটিভূষণ পুরকায়স্থের লিংকরোড স্থিত বাড়িতে গিয়েছিলেন। ফিরে মুখ্যমন্ত্রীই এই ছবি টুইট করেছিলেন।)