NE UpdatesHappeningsBreaking News
কিট কেনায় অনিয়ম: ত্রিপুরায় স্বাস্থ্য সচিব, ডিরেক্টর অপসারিত
২৪ এপ্রিল: মেডিক্যাল কিট সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়মের অভিযোগে ত্রিপুরা সরকার কঠোর ব্যবস্থা করেছে৷ স্বাস্থ্য সচিব দেবাশিস বসু ও এনএইচএম ডিরেক্টর অদিতি মজুমদারকে তাদের দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে৷ আইনমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানান, অভিযোগ খতিয়ে দেখার জন্য দুই সদস্যের কমিটি গড়েছেন তাঁরা৷ কমিটিতে রয়েছেন শিল্প-বাণিজ্য সচিব গিত্তে কিরণকুমার দিনকর রাও এবং অর্থসচিব তনুশ্রী দেববর্মা৷
এ দিকে, ত্রিপুরার দ্বিতীয় করোনা রোগীর রিপোর্টও পরপর নেগেটিভ এসেছে। তাই শনিবার তাঁকে আগরতলার জিবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে ত্রিপুরায় কোনও পজিটিভ রোগী আর নেই। এর পরও নতুন এক আশঙ্কায় ভুগছিলেনন সবাই। দুই মহিলা বৈধ উপায়ে বাংলাদেশ থেকে আগরতলা এসেছিলেন। লকডাউন শুরু হতেই তাদের কোয়ারিন্টাইন করা হয়। মেয়াদ ফুরোলে তাদের সীমান্ত পেরনোর ব্যবস্থা করা হয়। কিন্তু বাংলাদেশে যেতেই তাদের ফের কোয়ারান্টাইনে নিয়ে থুতু পরীক্ষা করা হয়। ধরা পড়ে, দুইজনেই করোনা ভাইরাসে আক্রান্ত । খবর পেয়েই ত্রিপুরা সরকার তাদের সংস্পর্শে আসা সকলের থুুতু পরীক্ষা করেন। সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই।