India & World UpdatesHappeningsCultureBreaking News
কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের জীবনাবসান
ওয়েটুবরাক, ৭ জুলাই : কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার আর নেই৷ আজ বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শ্বাসকষ্ট নিয়ে গত ৩০ জুন থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তাঁর৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে৷
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ডে নিজের জায়গা দখল করে নেন।
তিনি তাঁর অভিনয় জীবনে ৮ বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার সহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন। ১৯৯৩ সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারে সম্মানিত হন৷ ২০১৫-র ২৫ জানুয়ারি ভারত সরকার তাকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। ১৩ ডিসেম্বর তাঁর জন্মদিনে তাকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়।