Barak UpdatesHappenings
কা-তে সুরক্ষিতরা যেন ভূমিপুত্রের সংজ্ঞায় বঞ্চিত না হয়, দাবি নেলেকের
৩০ সেপ্টেম্বর: নাগরিকত্ব আইনের সর্বশেষ সংশোধনী (কা)-তে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন নয় মাস পেরোতে চলল৷ এখনও তা কার্যকর হয়নি৷ কেন্দ্র প্রয়োজনীয় নীতিনির্দেশিকাই প্রণয়ন করেনি এখনও৷ আর এরই সুযোগে অসমে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে নর্থ ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কো-অর্ডিনেশন কমিটি (নেলেক)৷ তাঁরা বলেন, ক্যাব কা-তে পরিণত হওয়ার পর ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এ দেশে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পারসিদের নাগরিকত্ব নিয়ে সঙ্কটে পড়ার কথা নয়৷ কিন্তু আসামে এখনও তাদের বিদেশি নোটিশ দেওয়া হচ্ছে, চারজনকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে৷ এ সবের তীব্র প্রতিবাদ করেন নেলেক নেতৃবৃন্দ৷
বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে এই ইস্যুতে ক্ষোভ ব্যক্ত করেন নেলেকের সাধারণ সম্পাদক কঙ্কন নারায়ণ শিকিদার, তিন উপদেষ্টা অসিত দত্ত, বিবেক পোদ্দার ও শুভ্রাংশুশেখর ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ জয়দীপ দত্ত৷
তাঁরা বলেন, একটি গোষ্ঠী ১৯৫১ সালকে ভূমিপুত্রের ভিত্তি ধরে তাদের অধিকার কেড়ে নেওয়ার ফন্দি আঁটছে৷ এই অবস্থায় দ্রুত সিএএ কার্যকর করার দাবি জানায় নেলেক৷ বুধবার জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পাঠানো হয়৷ তাঁদের বক্তব্য, সিএএ-র দ্বারা যাদের নাগরিকত্বের সুরক্ষা হবে, অন্য কোনও আইন বা নির্দেশিকার দ্বারা তাদের অধিকার কেড়ে নেওয়া চলবে না৷ তাদের পূর্ণ নাগরিকের অধিকার, মর্যাদা দিতে হবে৷ সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে ঢুকেছেন, তাদের ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে৷ এই আইনের পর ১৯৫১, ভূমিপুত্র বা বিপ্লব শর্মা কমিটির প্রতিবেদন, কোনও কিছুই তাদের ওপর প্রযোজ্য হতে পারে না, এমনই দাবি নেলেক কর্তাদের৷