India & World UpdatesHappeningsBreaking News
কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গিহানা, হত ১০
ওয়েটুবরাক, ১০ জুন : তীর্থযাত্রী বোঝাই বাস লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ। তাতে বাস খাদে পড়ে জম্মু-কাশ্মীরে ১০ জন প্রাণ হারালেন। আহত অন্তত ৩৩ জন। তাঁদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রিয়াসি এলাকায়।
এই ব্যাপারে পুলিশ সুপার মহিতা শর্মা জানিয়েছেন, জঙ্গিরা ওঁত পেতে ছিল। ওরা বাসে গুলি চালায়। ফলে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি খাদে পড়ে যায়। উদ্ধারকাজ শেষ হয়েছে। বাসযাত্রীরা কেউ স্থানীয় নন। সবাই উত্তরপ্রদেশের।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুই মুখঢাকা জঙ্গি বাসটিকে লক্ষ্য করে গুলি চালায়।
এমনিতে কাশ্মীরে যাঁরা ত্রিকূট পাহাড়ে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যান, তাঁরা কাটরা শহরকে বেস ক্যাম্প হিসেবে বেছে নেন। সেই কাটরাতেই ফিরছিল বাসটি। গিয়েছিল রনসুতে বিখ্যাত শিবখোরি মন্দিরে। এই হামলার প্রতিক্রিয়ায় মুখ খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তাঁর সঙ্গে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এবং জম্মু-কাশ্মীরের ডিজিপির কথা হয়েছে। তিনি তাঁদের থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়েছেন। শাহ বলেন, ‘এই কাপুরুষোচিত কাজকে মোটেই বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পোস্ট করেছেন, ‘যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এনডিএ সরকার শপথ নিচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের নেতারা সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত, সেদিনই বাসে তীর্থযাত্রীদের ওপর এই কাপুরুষোচিত হামলা করা হয়েছে। যাতে বেশ কিছু প্রাণহানি হয়েছে। মাত্র তিন সপ্তাহ আগে পহেলগাঁওয়ে তীর্থযাত্রীদের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল। পাশাপাশি, জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি কাপুরুষোচিত হামলা হয়েছে। বুক ফুলিয়ে জম্মু-কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা ফেরানোর বড়াই করা মোদি তথা এনডিএর দাবি ফাঁকা বুলি বলে প্রমাণ হল।’ রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ‘এটাই জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির আসল ছবি।’