Barak UpdatesHappeningsBreaking News
কাল বনধ, জরুরি যাতায়াতে পাস দিচ্ছেন আহ্বায়করা
25 নভেম্বরঃ বৃহস্পতিবার ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়ন। বরাক উপত্যকাতেও একে সার্থক করতে আহ্বায়ক শাখা সংগঠনগুলি প্রচার করে চলেছে। সিটু-র জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্যের অভিযোগ, জেলা প্রশাসন ও পুলিশ নানাভাবে তাদের প্রচারে বিঘ্ন ঘটিয়ে চলেছে। কোভিড বিধির কথা বলে মাইক ব্যবহারের পর্যন্ত অনুমতি মেলেনি। মিছিল বের করলে পাঁচ শতাধিক অংশগ্রহণকারীকে গ্রেফতার করে। অথচ অন্যদের বেলায় এইসব বিধির কথা ওঠে না। তবু তাঁরা আশাবাদী, বেসরকারিকরণের বিরুদ্ধে, শ্রমিক-কৃষক-বেকার যুবক যুবতীদের স্বার্থবিরোধী নীতি পরিবর্তনের দাবিতে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ডাকা এই ধর্মঘটকে মানুষই সার্থক করে তুলবেন।
বনধের দিনে যারা জরুরি প্রয়োজনে বেরোতে চাইছেন, তাঁদের যাতে পিকেটারদের কাছে দফায় দফায় কৈফিয়ত দিতে না হয়, সে জন্য তারা পাস-এর ব্যবস্থা করেছেন। বুধবার রাত সাতটা পর্যন্ত উকিলপট্টিস্থিত এআইটিইউসি অফিস থেকে এই পাস দেওয়া হচ্ছে।