Barak UpdatesHappeningsBreaking News
কালাইনে গ্রেফতার রোহিঙ্গা যুবক
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বর : কাছাড় জেলার কালাইন ভাটপাড়ায় একটি চার চাকার গাড়ি থেকে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়৷ ওই গাড়িতেই রাত কাটিয়েছিল যুবকটি৷ স্থানীয় ভিডিপি কর্মীদের অপরিচিত ব্যাক্তিকে দেখে সন্দেহ জাগে। তাঁরা তার পরিচয় জানার চেষ্টা করেন৷ কিন্তু তার কথাবার্তায় সন্দেহের মাত্রাটা বেড়ে যায়। বিশেষ করে, ছেলেধরা গুজবের সময় কোনও অঘটন যাতে না ঘটে, তারা দ্রুত কালাইন থানায় খবর দেন৷ পুলিশ যুবকটিকে থানায় নিয়ে যায়।
পরে কালাইন থানা সূত্রে জানা যায়, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে৷ সে মূলত মায়ান্মারের বাসিন্দা, রোহিঙ্গা জনগোষ্ঠীর৷ নাম ইসমাইল খান, বয়স ১৯ বছর, বাবার নাম সিদ্দেক খান।
ভাটগ্রামের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই চার চাকার গাড়িতে তার বদরপুর রেলস্টেশনে যাওয়ার কথা ছিল৷ সেখান থেকে রেলে আগরতলা নেমে বাংলাদেশে যেত৷ ভাটগ্রামেরই এক ঠিকা গাড়িচালকের সঙ্গে তার কথা হয়৷ চুক্তিমত তাকে রাতে থাকার ব্যবস্থা করা হবে৷ পরদিন ভোরে বদরপুর পৌঁছে দেবে৷ ঠিকাচালক পাড়ারই এক গাড়িচালকের গাড়ি নেয়৷ রাতে ওই গাড়িতেই তাকে থাকতে দেওয়া হয়েছিল৷
কোথা কার মাধ্যমে সে কালাইনে পৌঁছাল? এখন সেটাই জানার চেষ্টা করছে পুলিশ৷