NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কারগিল দিবসে আসাম বিশ্ববিদ্যালয়ে এসে সাইবার আতঙ্কের কথা বললেন ডিজিপি
ওয়েটুবরাক, ২৮ জুলাই : সাইবার অপরাধীরা আসাম পুলিশকে বেশ ভাবিয়ে তুলছে৷ মঙ্গলবার খোলামেলা তা স্বীকার করে নিয়েছেন রাজ্যের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত৷ তিনি বলেন, প্রতিবেশীর শত্রুতা বা জঙ্গি কার্যকলাপ নিয়ে আসাম পুলিশ এখন আর চিন্তিত নয়৷ কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাইবার অপরাধীরা৷ তাদের মোকাবিলার জন্য তিনি বিশ্ববিদ্যালয় সহ বৌদ্ধিকজগতের সাহায্য চাইলেন৷ কারগিল দিবস উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় ও আসাম রাইফেলস যৌথ উদ্যোগে আয়োজিত সভায় মহন্ত বলেন, সাইবার অপরাধীদের দমনে আমাদের প্রয়োজন কম্পিউটার বিশেষজ্ঞ, বিজ্ঞানী, শিক্ষাবিদদের পরামর্শ৷
তাঁর কথায়, আসামের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের৷ কিন্তু দুই দেশের এখন অত্যন্ত হৃদ্যতা পূর্ণ সম্পর্ক৷ সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী৷ তবে বাংলাদেশের প্রশাসন যন্ত্রের ভেতরে ঢুকে নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুষ্টচক্রীরা৷ সে ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ করেন তিনি। মহন্ত জানান, অসমে এখন আর জঙ্গি তৎপরতা নেই৷ কিছু যুবক আলফায় রয়েছে বটে, তারাও আতঙ্কের কিছু নয়৷ পুলিশপ্রধান বারবারই উল্লেখ করেন, এখন আতঙ্ক সৃষ্টি করে চলেছে সাইবার অপরাধীরা৷
উপাচার্য পন্থ ভারতীয় সেনাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, শত্রুরা মাথাচাড়া দিলেও আমরা আশ্বস্ত বোধ করি যে, যেখানে শত্রু থাকবে, সেখানেই তাদের মোকাবিলার জন্য ভারতীয় সেনা জওয়ানরা থাকবেন৷ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের মউ রয়েছে, সে কথা উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক বৌদ্ধিক পরিমণ্ডলে পারস্পরিক বোঝাপড়ার একটা ক্ষেত্র তৈরি করে রেখেছে এই বিশ্ববিদ্যালয়৷
কারগিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, আসাম রাইফেলসের লেফটেন্যান্ট কর্নেল সিদ্ধার্থ ভট্টাচার্যও বক্তব্য রাখেন৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন রায়৷
এদিন সকালে কারগিলের বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি জানাতে শিলচর শহরে শোভাযাত্রা বের হয়৷ শোভাযাত্রা তারাপুরের কারগিল শহিদ স্মারকে গিয়ে সমাপ্ত হয়৷ সেখানে সবাই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন৷ উপস্থিত ছিলেন উপাচার্য রাজীবমোহন পন্থ, রেজিস্ট্রার প্রদোষকিরণ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় প্রমুখ৷ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে অস্ত্রশস্ত্র ও পাইপব্যান্ড প্রদর্শন করেন আসাম রাইফেলসের জওয়ানরা৷