NE UpdatesHappeningsBreaking News
কামাখ্যাগামী ট্রেন বিহারে লাইনচ্যুত, উদ্বেগ
ওয়েটুবরাক, 11 অক্টোবরঃ বুধবার রাত 9টা 35 মিনিটে বিহারের বক্সারের কাছে লাইনচ্যুত হয় নর্থইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি কামরা৷ দিল্লি থেকে কামাখ্যায় আসছিল ট্রেনটি৷
রেল আধিকারিকরা রঘুনাথপুর স্টেশনের কাছে সংঘটিত ওই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ তবে পর্যাপ্ত আলো না থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে৷ স্থানীয় মানুষ বেরিয়ে অবশ্য উদ্ধারকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন৷ রেলকর্তারা এখনও হতাহতের কথা জানাননি৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তাও জানা যায়নি৷ তাতে উদ্বেগ ছড়িয়েছে৷
তবে রেলকর্তারা কিছু হেলপলাইন চালু করেছে৷ সেগুলি হল পাটনা (9771449971), দানাপুর (8905697493), সিওএমএম কন্ট্রোল রুম (7759070004) এবং এআরএ হেলপলাইন (8306182542)৷
এক বিশ্বস্ত জানা গিয়েছে, ট্রেনটির একটি কামরা একেবারে উল্টে গিয়েছে৷ ফলে পাশের দুটি কামরাও ট্র্যাক থেকে নেমে যায়৷