India & World UpdatesHappeningsBreaking News
কাবুল বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ, ঢুকতে পারবেন না শিক্ষিকারাও
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : পড়ুয়া, শিক্ষিকা বা শিক্ষাকর্মী, কোনও মহিলাই আর কাবুল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন না। আফগানিস্তানের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল।
বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ফরমান জারি করেন, ‘‘যত দিন পর্যন্ত দেশে ইসলামি আবহ তৈরি না-হচ্ছে, তত দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি মেয়েদের এখানে প্রবেশ করতে দিতে পারি না। আগে ইসলাম, পরে অন্য সব।’’
দিন কয়েক আগে উচ্চশিক্ষিত ও বর্ষীয়ান মহম্মদ ওসমান বাবুরিকে সরিয়ে উপাচার্য করা হয় তরুণ তালিবান-পন্থী আশরফ গৈরাটকে। প্রতিবাদে ইস্তফা দেন বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষক।