India & World UpdatesHappeningsBreaking News

কাঠমাণ্ডুতে চলছে নদনদী বিষয়ে আন্তর্জাতিক আলোচনা, উপস্থিত ডিন পার্থঙ্করও

ওয়েটুবরাক, ৫ ডিসেম্বর : দক্ষিণ এশিয়ার আন্তঃসীমান্ত নদ-নদী নিয়ে নেপালের  কাঠমান্ডুতে চলছে আন্তর্জাতিক সম্মেলন৷ গত সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত৷ তাতে আমন্ত্রিত আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞানের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী।

Rananuj

সুইডেন সরকারের অর্থানুকূল্যে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে নদ-নদী অধ্যয়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্ত নদ-নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী লোকেদের জীবন ও জীবিকার উপর প্রভাব, এবং প্রতিবন্ধকতা দূরীকরণের পন্থাপদ্ধতি ইত্যাদি বিষয়ের উপর কাজ করে আসছে। এরাই কাঠমান্ডুর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক৷

পাশাপাশি থাকা দুটি দেশের লোকেদের জলবায়ু সহনীয় জীবিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ হিসাবে নিজের অভিমত তুলে ধরেন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী৷ এই গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে যারা যোগদান করেন, তারা হলেন, স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের সুস্মিতা মণ্ডল, অক্সফাম এশিয়ার প্রতিনিধি সচেতা সিম, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে  তীর্থ প্রসাদ শইকিয়া, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংস্থার প্রতিনিধি মেহবুব রহমান প্রমুখ। পাঁচদিন ব্যাপী এই সম্মেলনের প্রথন তিনদিন এরকম আরও কটি গোলটেবিল অনুষ্ঠিত হবে। এগুলো থেকে যে সিদ্ধান্তগুলো বেরিয়ে আসবে, সেই অনুযায়ী আগামী দিনগুলোতে অক্সফাম সংস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রান্তিক লোকেদের স্বার্থে কাজ করে যাবে। সম্মেলনটিতে লাওস, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল, মায়ানমার, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশগুলো থেকে প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন-র প্রতিনিধিও উপস্থিত রয়েছেন এই সম্মেলনে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker