Barak UpdatesHappeningsBreaking News
কাটলিছড়া পলিটেকনিকে হচ্ছে কোভিড কেয়ার সেন্টার
২৬ মে ঃ দক্ষিণ হাইলাকান্দিতে মহামারির প্রকোপ বাড়তে থাকায় এ বার কাটলিছড়া পলিটেকনিকে কোভিড কেয়ার সেন্টার খুলবে হাইলাকান্দি জেলা প্রশাসন। জেলার নবাগত জেলাশাসক রোহান কুমার ঝাঁ কোভিড পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে ধলাই মডেল হাসপাতাল ও কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এরপরই জেলাশাসক কাটলিছড়া পলিটেকনিকে কোভিড কেয়ার সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছেন।
হাইলাকান্দি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাটলছড়া পলিটেকনিকে ৩৭০ শয্যার কোভিড কেয়ার সেন্টার খোলা হবে। অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেব জানান, দক্ষিণ হাইলাকান্দির কোভিড পরিস্থিতি দিনি দিন বাড়তে থাকায় জেলা প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২৭ মে অর্থাৎ আগামীকাল থেকে এই কোভিড কেয়ার সেন্টার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও কাটলিছড়া পলিটেকনিকে ৫০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার খোলা হয়েছিল। কাটলিছড়ার প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দে জানান, কোভিড রোগীর সংখ্যা বাড়লেই এই কোভিড সেন্টারে পরিষেবা সহ চিকিতসকের সংখ্যা বাড়ানো হবে।