Barak UpdatesHappeningsBreaking News
কাটলিছড়ায় বিজেপি থাকবে তৃতীয় স্থানে, দাবি সঞ্জীব রায়ের
ওয়েটুবরাক, ২ এপ্রিল: ত্রিমুখী লড়াই হয়েছে কাটলিছড়ায়৷ তাতে কংগ্রেস এবং এআইইউডিএফ প্রথম দুটি স্থানে থাকবে৷ বিজেপি যাবে তিন নম্বরে৷ এই দাবি করলেন কাটলিছড়ার কংগ্রেস প্রার্থী সঞ্জীব রায়৷ তিনি বলেন, কংগ্রেসের পক্ষে প্রত্যেক ইভিএমে ভোট পড়েছে। প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক ভাষাগোষ্ঠী ও প্রত্যেক ধর্মের ভোট পড়েছে। বিজেপির প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ও এআইইউডিএফ বিধায়কের দুর্নীতি ও অপব্যবহারের দরুন সিংহভাগ ভোট কংগ্রেসের ঝুলিতেই পড়েছে।
তাঁর কথায়, কাটলিছড়া থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে ছয়বার জয়ী হয়ে এবার আসন বদল এবং পরে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারের জন্য মানুষ গৌতম রায়ের প্রতি ক্ষুব্ধ৷
প্রাক্তন মন্ত্রীর জোরালো প্রচারের দরুনই বিজেপি প্রার্থীকে তৃতীয় হতে হবে বলে মনে করছেন সঞ্জীববাবু। তিনি জানান, এবার কাটলিছড়াবাসী আসামে বিজেপি সরকার ও স্থানীয় এআইইউডিএফ বিধায়ক পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সঞ্জীববাবু হাইলাকান্দি জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷