NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা কি সিগন্যালের গণ্ডগোলে, মৃত ৯
ওয়েটুবরাক, ১৭ জুনঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ ।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা, এ নিয়েই চলছে অনুসন্ধান। সোমবার সকাল ৫টা ৫০ মিনিট থেকে রাঙাপানি ও আলুয়াবাড়ির মাঝের অটোমেটিক সিগন্যাল বন্ধ হয়ে পড়ে। ফলে ট্রেন চলছিল পেপার লাইন ক্লিয়ার টিকিটের মাধ্যমে। সকাল ৮টা ২৭ মিনিট নাগাদ পেপার মেমো অর্থাৎ কাগুজে ছাড়পত্র পেয়েই রাঙাপানি স্টেশন ছেড়ে এগোয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এদিকে ৮ টা ৪২ মিনিট নাগাদ রাঙাপানি স্টেশন ছাড়ে মালগাড়িটি। দুটি ট্রেনের মাঝে সময়ের ব্যবধান ছিল ১৫ মিনিট। প্রশ্ন, তবে কীভাবে পনেরো মিনিট ব্যবধানে চলা দুটি ট্রেন এত কাছাকাছি এল? রেল জানিয়েছে, সব প্রশ্ন সামনে রেখেই অনুসন্ধান চলছে।
সোমবার রেলকে অভিভাবকহীন বলে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা তাঁর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সকালেই দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিমী বৈষ্ণো। বিকেলে পৌঁছন মুখ্যমন্ত্রী। একই বিমানে উত্তরবঙ্গে যান সুকান্ত মজুমদার এবং সস্ত্রীক রাজ্যপাল সি ভি আনন্দ বোস।