India & World UpdatesHappeningsBreaking News
কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় ৮ মৃতদেহ উদ্ধার, জখম ৪০
ওয়েটুবরাক, ১৭ জুন : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালকও। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে।
আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে৷ নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। তাতেই লাইনচ্যুত হয় পিছনের ৩টি কামরা। ছিটকে পড়ে পাশের জমিতে। আরও কয়েকটি কামরা দুমড়ে মুচড়ে যায়।
ভারী বৃষ্টি উপেক্ষা করেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাসকাটার দিয়ে কামরা কেটে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কীভাবে একই লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় আরও একটি ট্রেন চলে আসল তা খতিয়ে দেখা হচ্ছে।