Barak UpdatesHappeningsBreaking News

কাজ চলার মধ্যেই ঝুঁকি বাড়ছে তারাপুর শিববাড়ি এলাকায়, ডিসি-এমএলএর পরিদর্শন

ওয়েটুবরাক, ১২ জুন: তারাপুর শিববাড়ি রোড এলাকায় নদীভাঙন প্রতিরোধের কাজ চলছে৷ এরই মধ্যে বরাক তীরের বেশকটি বাড়ি নদীর দিকে ঝুলে পড়েছে৷ যে কোনও সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে৷ উদ্বেগে এলাকাবাসী৷

শুক্রবার ভাঙনস্থল পরিদর্শন করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারদের ডেকে ভাঙনস্থলে দাঁড়িয়েই কথা বলেন৷ তাঁরা জানান, ১০ কোটি টাকার ভাঙন প্রতিরোধ মূলক কাজ চলছে সেখানে৷ এর পরও যে ভাঙন ঘটে চলেছে, সে ব্যাপারেও তাঁরাও উদ্বেগ প্রকাশ করেন৷ জেলাশাসক তাঁদের শিলচর এনআইটির পরামর্শ নিতে বলেন৷ বিধায়ক জানান, তিনি বিষয়টি নিয়ে দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker