NE UpdatesHappeningsBreaking News
কাজিরাঙ্গার গণ্ডার শিকারের মূল চাঁই গ্রেফতার
ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বরঃ জানুয়ারি থেকে তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ ও বনকর্মীরা। প্রায় এক বছর ধরে সন্ধান চালিয়ে বৃহস্পতিবার কাজিরাঙ্গার গণ্ডার শিকারের মূল পাণ্ডা আব্দুল মতিন ওরফে কালাকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ। তার কাছ খেকে একটি বন্দুক ও বেশ কিছু কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের স্পেশাল ডিজি জিপি সিংহের অনুমান, ওই বন্দুকটিই জানুয়ারির গণ্ডার নিধনে ব্যবহার করা হয়েছিল। 36 বছর বয়সী আব্দুলের বাড়ি বিশ্বনাথ জেলার সতিয়ায়। তাকে ধরিয়ে দিতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। জিপি সিংহ জানান, এ বার যে সূত্রে তাঁরা আব্দুলকে খুঁজে পেয়েছেন, তাদের ওই পুরস্কারমূল্য ঠিকই প্রদান করা হবে।
Rifle and ammunition recovered from arrested rhino poacher Abdul Matin @ kala. @kaziranga_ @assampolice @CMOfficeAssam pic.twitter.com/j8sFW9pnTa
— GP Singh (@gpsinghips) December 15, 2022