NE UpdatesHappeningsBreaking News
কাজিরঙ্গায় শুরু হাতি সাফারি
ওয়ে টু বরাক, ২ নভেম্বর : বহুদিনের প্রতীক্ষার শেষে কাজিরঙ্গা জাতীয় উদ্যানে বুধবার থেকে শুরু হলো হাতি সাফারি। এদিন ভোর সাড়ে পাঁচটায় আনুষ্ঠানিকভাবে হাতি সাফারি শুরু হয়। কাজিরঙ্গার দুটি রেঞ্জে পর্যটকদের জন্য এই হাতি সাফারি শুরু করা হয়েছে।
উল্লেখ্য, দেশ-বিদেশের বিভিন্ন পর্যটক এই সময়ে জিপ সাফারি, হাতি সাফারির জন্য কাজিরঙ্গা জাতীয় উদ্যানে ভিড় জমান। তারা মূলত বিশ্বের খ্যাতনামা একশৃঙ্গ গন্ডার ও অন্যান্য জীবজন্তু দেখার জন্যই কাজিরঙ্গায় আসেন।
এর পাশাপাশি হাতির পিঠে সওয়ার হয়ে কাজিরঙ্গার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখার আগ্রহও থাকে পর্যটকদের। চলতি বছরের অক্টোবরের শুরুতেই জিপ সাফারি চালু করে দেওয়া হয়েছিল। কিন্তু হাতি সাফারি তখন শুরু হয়নি।
জানা গেছে, এদিন থেকে কাজিরঙ্গার কহরা ও বাঘরী বনাঞ্চলে হাতি সাফারি পর্যটকদের জন্য চালু করা হয়েছে। এদিন কোহরা রেঞ্জে হাতি সাফারি শুরু হওয়ার পর মোট ১৪ জন বিদেশি পর্যটক হাতির পিঠে সওয়ার হয়েছেন। অন্যদিকে বাঘরী রেঞ্জে মোট ২৫ জন পর্যটক হাতি সাফারি উপভোগ করেছেন।