Barak UpdatesHappenings
কাছাড় ক্যান্সার হাসপাতালে পূবালীর রক্তদান শিবির
ওয়ে টু বরাক, ২৯ সেপ্টেম্বর ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিবস উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সমস্ত দেশজুড়ে সেবা পক্ষ চলছে। এই অভিযানে সাড়া দিয়ে ২৮ সেপ্টেম্বর শিলচরের পূবালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির চলাকালীন ক্লাবের সদস্যরা এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ড. শবনম বাহার বড়ভুঁইয়া ও সোসাইটির সদস্য কল্যাণ চক্রবর্তী রক্তদান সম্পর্কে বিশদভাবে আলোচনা ও মত বিনিময় করেন।
এ দিনের রক্তদান শিবিরে মোট চারজন সদস্য ও একজন আমন্ত্রিত হিসেবে রক্তদান করেন। যে সব সদস্যরা রক্তদান করেছেন তারা হলেন পূবালী ক্লাবের সাধারণ সম্পাদক প্রণব কল্যাণ দে, যুগ্ম সম্পাদক নিশীথ চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক নবারুণ চক্রবর্তী, সদস্য জন্মেজয় ভট্টাচার্য ও আমন্ত্রিত হিসেবে রিপন রায়। এ দিন প্রত্যেক রক্তদানকারীকে ও সংস্থাকে হাসপাতালের পক্ষ থেকে রক্তদান করার জন্য শংসাপত্র প্রদান করা হয়।
অনুরূপভাবে আরও একটি শংসাপত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রত্যেক রক্তদানকারীকে ভবিষ্যতে দেওয়া হবে বলে হাসপাতালের চিকিৎসক ড. শবনম বাহার বড়ভুঁইয়া জানান। শিবিরে এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তীও।