Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কাগজ কল আবার চালু করতে পার্টি খুঁজছে এআইডিসি, দোষারোপ জাকরুর
ওয়েটুবরাক, ২১ নভেম্বর : কাছাড় কাগজ কল পুনরুজ্জীবিত করতে চায় আসাম ইন্ডাস্ট্রিয়েল ডেভেলপমেন্ট কর্পোরেশন৷ পুরনো মিলের যাবতীয় যন্ত্রপাতি সহ স্থাবর অস্থাবর সম্পত্তি মিল চালানোর উদ্দেশ্যে ৩০ বৎসরের জন্য লিজ চুক্তির মাধ্যমে হস্থান্তর করা হবে। সেজন্য উপযুক্ত ব্যক্তি বা সংস্থার খোঁজ করছে এরা৷ পুরনো মিল কর্মচারীদের সংস্থা জাকরু-র সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, রাষ্ট্রের সম্পত্তি কৌশলগত ভাবে ব্যক্তি মালিকানায় হস্থান্তর হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
মানবেন্দ্রবাবু বলেন, ২০১৪ সাল থেকেই এই কৌশল শুরু হয়৷ কিন্তু শ্রমিক সংগঠনের আপসহীন সংগ্রাম ও প্রতিরোধের ফলে কেন্দ্রের সরকার তা করতে পারেনি৷ অবশেষে এশিয়ার বৃহত্তম ভারি উদ্যোগ ৯৮ লক্ষ টাকা দেনার দায়ে নিলামের আদেশ জারি হয়৷ সেই নিলাম প্রক্রিয়ার মাধ্যমেই হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার ৩৭৫ কোটি টাকা ব্যয়ে কাগজ কল অধিগ্রহণ করতে সক্ষম হয়। সরকার সেই কাগজ কল অধিগ্রহণ করে এখন আবার লিজ চুক্তির মাধ্যমে তা হস্তান্তর করার পদক্ষেপ নিচ্ছে৷ এর পেছনে কী রহস্য রয়েছে, জানতে চায় জাকরু৷
তাদের কথায়, গত ৭ বছর বেতন বন্ধ থাকায় ১১০ জন নিরীহ শ্রমিক আনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় অকালে মৃত্যর কোলে আশ্রয় নিয়েছেন, এদের মধ্যে ৪ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
প্রশ্ন উঠছে, এবার কাগজ কল সত্যিই কি পুনরুজ্জীবিত হবে? না কি সমস্ত বহুমূল্য যন্ত্রপাতি গোপনে স্থানান্তরিত করার পর যোগিগোপার অশোক পেপার মিলের মতো শ্মশানে পরিণত হবে?