Barak UpdatesAnalyticsBreaking News
কাছাড়ের করোনা পরিস্থিতি অনেকটাই উন্নত, জেলা স্বাস্থ্য বিভাগ
১৬ এপ্রিল : কাছাড় জেলায় কোভিড-১৯ পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। বৃহস্পতিবার নতুন করে ১৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হলেও আগের তুলনায় তা অনেক কম। এদের মধ্যে স্বাস্থ্যকর্মী ছাড়াও অন্য কয়েকজন রয়েছেন। কাছাড়ের স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী এ খবর জানান। তিনি আরও জানান, শিলচর সিভিল হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার থেকে এ দিন ২১ জনের লালারসের নমুনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত জানান, বৃহস্পতিবার মেডিক্যালে ৫ জনের করোনা সংক্রান্ত পরীক্ষা করা হয়েছে। তবে কারোর শরীরে কোনও লক্ষণ পাওয়া যায়নি। মোট ২৭ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। তবে ২১টি স্যাম্পলের রিপোর্ট এখনও আসেনি। তিনি আরও জানান, মেডিক্যালের আইসোলেশন ওয়ার্ডে এখন মাত্র দু-জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন কাছাড়ের এবং অন্যজন করিমগঞ্জের।