Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় হয়ে স্থানীয় সুপারি রফতানি শুরু, দিগরখালে একপ্রস্ত পরীক্ষা
ওয়েটুবরাক, ৫ ডিসেম্বর : স্থানীয় সুপারি ব্যবসা যাতে মার না খায়, সে জন্য সুপারি পরিবহনের নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা আনা হবে৷ শিলচরে ক্যাবিনেট বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন৷ সেই অনুসারে রবিবার থেকে শুরু হয়েছে, স্থানীয় সুপারি কিনা পরীক্ষা করে কাছাড় থেকে ছাড়পত্র দেওয়া৷ সে জন্য দিগরখালে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ চেকগেটের কাছেই ওয়েব্রিজ বসানো হয়েছে৷ সেখানে সবকিছু খতিয়ে দেখা হবে৷
কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, স্থানীয় সুপারির আড়ালে বার্মিজ সুপারি পাচারের চেষ্টা করা রেহাই পাবে না৷ কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে৷
মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়ে গিয়েছেন, কাছাড় থেকে বেরিয়েই রেহাই নেই তাদের৷ পরে আবার গুয়াহাটি বা হাউলিতে গিয়ে অফলোড করে ছাড়পত্র সংগ্রহ করতে হবে৷