Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় জেলার উন্নয়ন প্রকল্পসমূহের পর্যালোচনায় সচিব আদিল খান

ওয়ে টু বরাক, ২৮ জানুয়ারি : অসম সরকারের সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন দপ্তরের সচিব (সিনিয়র) আদিল খান মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেন। তাঁর সফরে সঙ্গে ছিলেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে। এ সফরে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিকাঠামো উন্নয়ন, জনস্বাস্থ্য এবং স্বচ্ছ প্রশাসনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সচিব আদিল খানের সফরের সূচনা হয় টাউন ক্লাব রোডে থাকা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) গুদামের বিশদ মূল্যায়নের মাধ্যমে। জরুরি সরঞ্জাম মজুদ এবং দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা পর্যালোচনাকালে সচিব আদিল খান ডিডিএমএ দলের প্রশংসা করেন, বিশেষত আসন্ন বর্ষার জন্য তাদের প্রস্তুতির জন্য। তিনি দুর্যোগ ঝুঁকি কমানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যাবস্থার প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করেন।

পরে শ্রীকোনায় নির্মাণাধীন মিনি সচিবালয়ের কাজ পরিদর্শন করেন তিনি। এখানে নির্মাণ কাজের অগ্রগতি, নিরাপত্তা মানদণ্ড বজায় রাখা এবং প্রকল্পের জেলা প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সচিব আদিল খান এই প্রকল্পের রূপান্তরমূলক ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বলেন, এটি জেলার সেবা প্রদানের ক্ষেত্রে যে বিশেষ ভূমিকা পালন করবে।

মেহেরপুরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ে (পিএইচই) পরিচ্ছন্ন পানীয় জলের প্রাপ্যতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বিশেষত, সংখ্যালঘু জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় পাইপলাইন রক্ষণাবেক্ষণ এবং জল সরবরাহ প্রকল্পগুলির কার্যকারিতা নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। সচিব আদিল খান জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রে সহায়ক একটি অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামোগত কৌশল গড়ে তোলার আহ্বান জানান।

সচিব আদিল খান পরে ঘুংঘুরে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এসএমসিএইচ) উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের সময় আদিল খান সরকারি স্বাস্থ্যসেবাকে সর্বজনীন এবং মানসম্মত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, যাতে প্রতিটি নাগরিক প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন। এই পর্যালোচনায় কাছাড় জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রদানের লক্ষ্যকে তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিকাঠামো উন্নয়ন, জনস্বাস্থ্য এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরগুলিকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। সচিব আদিল খান কাছাড়ের সার্বিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির জন্য সরকারের দৃষ্টিভঙ্গি পুনরায় ব্যাখ্যা করেন এবং জেলার মানুষের জীবনমান উন্নত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker