Barak UpdatesHappenings
কাছাড় জেলায় সুসংহত শিশু উন্নয়নের সিএএস বিষয়ে মাস্টার্স ট্রেনার প্রশিক্ষণ
১ ফেব্রুয়ারি : কাছাড় জেলায় তত্ত্বাবধায়ক এবং পোষণ অভিযানের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম জেলা প্রকল্প পরিচালন ইউনিট, পোষণ অভিযান এবং জেলা সমাজকল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে। সুসংহত শিশু উন্নয়নের ১৬টি প্রকল্পের সব তত্ত্বাবধায়ক এবং জেলা ও ব্লকস্তরের পোষণ কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নেন।
দিল্লির এমডব্ল্যুসিডি থেকে ১০ জন প্রশিক্ষকের একটি দল ১০টি মডিউল এবং কমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার (সিএএস) সম্পর্কে প্রশিক্ষণ দিতে শিলচরে আসেন। ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শনিবার, ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি ব্যাচে জেলা সমাজকল্যাণ অফিস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রথম ৪ দিন ক্লাসরুম প্রশিক্ষণ ছিল এবং শেষে ফিল্ড ভিজিট। ফিল্ড ভিজিটে প্রশিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে আশেপাশের ১০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে বিভিন্ন ঘরে গিয়ে পরিদর্শন করেন এবং সফটওয়্যারটিতে তা সন্নিবিষ্ট করেন।
প্রশিক্ষণের পরে এই মাস্টার প্রশিক্ষকরা অর্থাৎ সুপারভাইজাররা আইসিডিএস সিএএস প্রয়োগের জন্য ফিল্ড পর্যায়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ দেবেন। জেলা সমাজকল্যাণ আধিকারিক রাজকুমার কেডিয়া ও জেলা সমন্বয়কারী নুরুল হাসান চৌধুরী প্রমুখ সিএএস দলের সঙ্গে হ্যান্ডহেল্ড করার জন্য প্রশিক্ষক দলের সঙ্গে ফিল্ড পরিদর্শনে অংশ নেন।