NE UpdatesBarak UpdatesHappenings
কাছাড় কাগজ কল রাজ্য সরকারকে নিয়ে নিতে বলল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
ওয়েটুবরাক, ১০ জুলাইঃ কাছাড় কাগজ কলের বর্তমান অবস্থায় উদ্বেগ প্রকাশ করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠিয়ে তাঁরা বলেন, ৫৪ মাস ধরে এই বৃহৎ শিল্প-কারখানাটি অজ্ঞাতকারণে বন্ধ রয়েছে। এর দরুন বেকারত্ব প্রচুর বেড়ে গিয়েছে, বাঁশচাষীদের আর্থিক সঙ্কটে ভুগতে হচ্ছে। এর চেয়ে বড় কথা, কর্মচারী-অফিসাররা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। এর দরুন বিনা চিকিৎসায় ৯১ জনের মৃত্যু হয়েছে।
এখন একে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য ই-অকশন ডাকা হয়েছে। এতে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতে তাঁরা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ জানান। সভাপতি সুব্রত ভট্টাচার্য, সম্পাদক অজয় রায় স্বাক্ষরিত স্মারকপত্রে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বলে, পুরো সম্পত্তি নিজেদের কর্তৃত্বে নিয়ে আসার অধিকার রয়েছে রাজ্য সরকারের। সে ক্ষেত্রে আগামী ছয়মাসের মধ্যে উৎপাদন শুরু করা যাবে। পেপার মেশিন, ডাইজেস্টার, টারবো জেনারেটরস, চিপারসের মত মূল্যবান মেশিনগুলি ঠিকঠাকই রয়েছে।
আসামকে ভারতের প্রথম পাঁচটি রাজ্যে নিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রী শর্মার যে স্বপ্ন, এর উল্লেখ করে সুব্রতবাবু-অজয়বাবুরা বললেন, এশিয়ার বৃহৎ পেপার ইন্ডাস্ট্রি এই স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামান্য বিনিয়েগে বড়সড় লাভের সম্ভাবনা রয়েছে। তাঁরা জানান, তাতে প্রচুর কর্মসংস্থান হবে, গ্রামীণ অর্থনীতি মজবুত হবে। তাঁদের আর্জি, কাগজ কলকে বাঁচান, পুনরুজ্জীবিত করুন, কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা আদায়ের ব্যবস্থা করুন, এনসিএলটি-র পরামর্শমত তাদের চাকরি সুনিশ্চিত করুন।
উপত্যকার সাংসদ-বিধায়কদের কাছেও এই চিঠির প্রতিলিপি পৌঁছে দিয়ে একই আর্জি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ।