Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজ কাণ্ড : শুক্রবার কালো ব্যাজ পরবেন উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা

ওয়েটুবরাক, ২৫ আগস্ট : কাছাড় কলেজের শিক্ষক নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি৷

সভাপতি কৃষ্ণেন্দু রায় ও সম্পাদক পরিতোষ দে ঘটনাপ্রবাহে তীক্ষ্ণ নজর রেখে বলেন, যে কোনও বিধিভঙ্গের ব্যাপারে শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আইনসঙ্গত শাস্তিমূলক ব্যবস্থা কর্তৃপক্ষ নিতেই পারেন৷ কিন্তু সেই পথে না গিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন, তাহলে তা গণতন্ত্রের পরিপন্থী এবং নৈরাজ্যের সমার্থক৷ তাঁদের কথায়, স্বাধীনতার অমৃত মহোৎসবের এক সপ্তাহের মধ্যেই জেলা প্রশাসনের কর্তাব্যক্তির অগণতান্ত্রিক আচরণ নিন্দার যোগ্য৷ তাই গণতান্ত্রিক দেশে আইনের শাসনে প্রত্যেক নাগরিকের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার দাবিতে এবং কাছাড় কলেজের ঘটনাপ্রবাহে আগামীকাল শুক্রবার সব সদস্য-সদস্যা কালো ব্যাজ পরে প্রতিবাদী কর্মসূচি পালন করবেন৷ তাঁদের দাবি, কাছাড়  কলেজ কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তিপ্রদান করতে হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker