Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে জাতীয় মহাকাশ দিবস উদযাপন
ওয়েটুবরাক, ২৪ আগস্ট: কাছাড় কলেজেও জাতীয় মহাকাশ দিবস উদযাপন করা হলো গত ২৩ আগস্ট। পদার্থ বিজ্ঞান বিভাগ ও আইকিউএসি কাছাড় কলেজের যৌথ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের আইনস্টাইন কলেজ অফ ফিজিক্যাল সায়েন্সের ডিন ড. করবী দত্তচৌধুরী। উপস্থিত ছিলেন কাছাড় কলেজের ইতিহাস বিভাগের প্রধান মোঃ শামসুদ্দিন এবং আইকিউএসি কো-অর্ডিনেটর তথা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান ডঃ মুকুল বরুয়াও। পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা ছাড়াও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীরাও উপস্থিত থেকে এই সভাকে প্রাণময় করে তোলে।
শুরুতেই ড. করবী দত্তচৌধুরী প্রদীপ প্রজ্জ্বলন করেন৷ তিনি তাঁর তথ্যপূর্ণ ভাষণে জাতীয় মহাকাশ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। আমাদের দেশের মহাকাশ বিজ্ঞানের অভূতপূর্ব প্রগতি এবং চন্দ্র অভিযান-৩ এর সফলতা বিশেষভাবে উল্লেখ করেন। এর আগে স্বাগত ভাষণ দেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ড. গায়ত্রী ঘোষ৷
আধুনিক বিজ্ঞানের অবদান আমাদের সমাজকে কিভাবে সমৃদ্ধ করেছে ইতিহাস বিভাগের প্রধান মোঃ শামসুদ্দিন তা বিশেষভাবে বর্ণনা করেন। ড. মুকুল বরুয়াও জ্ঞানগম্ভীর ভাষণ দেন। অতিথি শিক্ষক বিশ্বজিৎ দাস ধন্যবাদ জ্ঞাপন করেন৷
শেষে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে মূল্যবান নানা কথা৷