Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজের ঘটনায় পরিচালন সমিতির নীরবতা বিস্ময়কর, নিন্দায় বরাকবঙ্গ
September 23, 2022
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বর : বরাক উপত্যকার ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান শিলচরের কাছাড় কলেজে বুধবার সংগঠিত শিক্ষক ও চিত্র সাংবাদিক নিগ্রহের ঘটনাকে এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক অশনি সংকেত বলে আখ্যায়িত করল বরাক উপত্যকা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। গোটা ঘটনাক্রমকে অভাবিত, অনাকাঙ্খিত এবং উপত্যকার ঐতিহ্যের পরিপন্থী বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন সন্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে গভীর উৎকন্ঠা ব্যক্ত করে বৃহস্পতিবার সাধারণ সম্পাদক দত্ত বলেন, ছাত্র -শিক্ষকের পরিচিত সম্পর্কের যে উল্টো ছবি কাছাড় কলেজে দেখা গেল, সেটা এক অশনি সংকেত। এই সংস্কৃতি তো বরাকে ছিল না। এ ধরনের সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া বা ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা হলে তা এই উপত্যকায় শিক্ষার সামগ্রিক মানকে অবনমনের পথে নিয়ে যাবে। শিক্ষকরা তাদের দাবি জানাতে গণতান্ত্রিক পন্থায় কর্মসূচি নিতেই পারেন। কিন্তু কর্তৃপক্ষ যদি একাংশ ছাত্রকে প্ররোচিত করে শিক্ষকদের বিরুদ্ধে লেলিয়ে দেন, কর্তব্যরত সংবাদকর্মীর সঙ্গে অশোভন আচরণ ও কর্তব্যে বাধা দিলে তাকে প্রশ্রয় দেন তাহলে তা বাস্তবিকই দুর্ভাগ্যজনক ।
অপ্রত্যাশিত এই ঘটনা নিয়ে কলেজ পরিচালন সমিতির নীরবতাও অপ্রত্যাশিত ও বিস্ময়কর। এই মনোভাব কলেজের শিক্ষার পরিবেশকে লাটে তুলবে। সাধারণ সম্পাদক দত্ত কাছাড় কলেজের ঘটনা নিয়ে উপযুক্ত তদন্ত ও বিহিত ব্যবস্থা নেবার জন্য উচ্চ শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন।