Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে ৫ ভোটকেন্দ্রে কর্মীরা গেলেন নৌকা চড়ে
ওয়েটুবরাক, ৩১ মার্চ: কাছাড় জেলার সব ভোটকেন্দ্রে ভোটকর্মী এবং নিরাপত্তা রক্ষীরা পৌঁছে গিয়েছেন৷ বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে তাঁদের ভোটকেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে৷ জেলায় মোট ১৮৩৪টি ভোটকেন্দ্র রয়েছে৷ এর মধ্যে ৫ ভোটকেন্দ্রে নৌকার সাহায্য নিতে হয়৷ এর মধ্যে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে ৪টি৷ আর একটি রয়েছে কাটিগড়ায়৷ লক্ষীপুরের ৪ ভোটকেন্দ্র হচ্ছে আলনি চা বাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়, শনবাড়ি এলপি স্কুল, জরখা মার এলপি স্কুল এবং টুপিডহর গভর্নমেন্ট মার এলপি স্কুল৷ এই সব ভোটকেন্দ্রে নৌকার ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন৷ কাটিগড়া বিধানসভা আসনের টুকরগ্রাম এলপি স্কুল পৌঁছাতে কুশিয়ারা নদী পেরোতে হয়৷ আন্তর্জাতিক সীমান্ত ঘেরা ওই এলাকায় ভোটকর্মীদের পৌঁছাতে বিএসএফ স্পিডবোটে নিয়ে যায়৷
বৃহস্পতিবার ভোটগ্রহণের পরে একই ভাবে তাঁদের ফিরিয়ে আনা হবে বলে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান জানিয়েছেন৷