Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা

ওয়েটুবরাক, ২৯ নভেম্বর :– কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে জেলায় বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছেন l

Rananuj

সোমবার শিলচরে জারি করা এক আদেশে বলা হয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনার প্রেক্ষিতে মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতির সম্ভাবনার আশঙ্কা করে তা প্রতিরোধ করতে জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জল্লি এই আদেশ জারি করেছেন। এর অধীনে কোনও পাবলিক প্লেসে পাঁচজন বা ততোধিক ব্যক্তি একত্রে চলাফেরা করতে পারবেন না l কোনও মিটিং-মিছিল বা বিক্ষোভের আয়োজন করা যাবে না। কোনও ব্যক্তি প্রকাশ্য স্থানে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবেন না৷ ভারতীয় অস্ত্র আইন, ভারতীয় বিস্ফোরক আইন ১৮১৮-এর ধারা ৪ অনুসারে লাঠি বা অন্য কোনও অস্ত্র বা ইনট্রুমেন্ট যা ভয় দেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে চলাফেরা করতে পারবেন না l কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন কোনও গুজব ছড়ানো যাবে না l শহরে অগ্নি মশাল ব্যবহার করাও নিষিদ্ধ থাকবে এই আদেশে৷ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সমগ্র জেলায় এই নির্দেশ বলবৎ থাকবে বলে এতে জানানো হয়েছে l

প্রসঙ্গত, প্রদীপ দত্তরায়ের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার নাগরিক সভার আয়োজন করেছে কোরাস এবং ফোরাম ফর সোশ্যাল হারমনি৷ ১৪৪ ধারায় নিষেধাজ্ঞার দরুন এখন এই সভা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker