Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে স্পট স্টাডি করল বিধানসভার সদস্যদল

ওয়েটুবরাক, ৩ মে:–বরাক উপত্যকার তিন জেলা স্পট স্টাডি ট্যুর করছে গোবিন্দ বসুমাতারির নেতৃত্বাধীন রাজ্য বিধানসভা কমিটি৷ বুধবার তাঁরা বড়জালেঙ্গা মিনি স্টেডিয়াম, ২৯ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার, বড়জালেঙ্গা, বড়াইল ইকোপার্ক ইত্যাদি এলাকায় বিভিন্ন বিভাগীয় কাজের অগ্রগতি তথা স্পট স্টাডি করেন৷ বিকেলে কাছাড়ের জেলাশাসকের সভাকক্ষে পূর্ত ভবন, এপিডিসিএল, আবগারি বিভাগ, খনি ও খনিজ, খাদ্য ও অসামরিক সরবরাহ, বন ও পরিবেশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷ সেখানে ২০২২ -২৩ অর্থবছরের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।

Rananuj

এই বৈঠকে ইকো ট্যুরিজম কার্যক্রম, রাজস্ব বৃদ্ধির জন্য বরাক নদী সাফারি, রাজস্ব সংগ্রহ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয় ।
এই পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে  চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র বসুমাতারী, সদস্য
ভুবন গাম, নুরুল হুদা, খলিল উদ্দিন মজুমদার, জাকির হোসেন লস্কর, মোঃ আমিনুল ইসলাম (জুনিয়র)৷ কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় আধিকারিকগণও এতে অংশ নেন ।
৪ মে তারিখে দলটি করিমগঞ্জ এবং ৫ মে হাইলাকান্দি যাবেন এবং অনুরূপ বৈঠক অনুষ্ঠিত করে তারা আবার গুয়াহাটি ফিরে যাবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker